সোমবার ২৪ নভেম্বর ২০২৫ - ১৬:৪১
যুক্তরাষ্ট্রকে ছাড়াও বিশ্ব চলতে সক্ষম: কানাডা

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভূমিকা নিয়ে অতিরঞ্জিত ধারণা পোষণ না করার পরামর্শ দিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বিশ্বের বহু ইস্যু যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই সমাধান সম্ভব।

হাওজা নিউজ এজেন্সি: জি–২০ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বৈশ্বিক অর্থনীতির “ভারকেন্দ্র” ধীরে ধীরে যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে। আরটি জানিয়েছে, তিনি সপ্তাহান্তে এই মন্তব্য করেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি–২০ বৈঠকে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আফ্রিকা নাকি শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে “গণহত্যা” চালাচ্ছে—এ অভিযোগকে তার অনুপস্থিতির কারণ হিসেবে তুলে ধরেন তিনি।

ওয়াশিংটন আরও বলে, যুক্তরাষ্ট্র না থাকায় সম্মেলন-পরবর্তী পূর্ণাঙ্গ ঘোষণা জারি করা সম্ভব নয়; কেবল “চেয়ারম্যানের সারাংশ” প্রকাশ করা যেতে পারে। কিন্তু জি–২০ সদস্যরা রবিবার পূর্ণাঙ্গ যৌথ বিবৃতিই প্রকাশ করেছে।

কার্নি বলেন, “এই বৈঠকে অংশ নেওয়া দেশগুলো বিশ্বের তিন-চতুর্থাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে, বৈশ্বিক জিডিপির দুই-তৃতীয়াংশ উৎপাদন করে এবং বিশ্ব বাণিজ্যের তিন-চতুর্থাংশ পরিচালনা করে—এবং এসবই ঘটেছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুপস্থিত থাকা অবস্থায়। এটি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে বৈশ্বিক অর্থনীতির ভারকেন্দ্র বদলে যাচ্ছে।”

তার মতে, যুক্তরাষ্ট্র বর্জন করলেও জি–২০ সদস্যদের আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলোর আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট। তিনি আরও বলেন, কানাডা দক্ষিণ আফ্রিকা, ভারত ও চীনসহ বহু দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে কাজ করছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha